Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপি সদস্য ও গ্রামপুলিশ

গ্রাম পুলিশ

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ

নাম

মোবাইল নাম্বার

গ্রামপুলিশ

ছবি

মোঃ সালাউদ্দিন

01816141837

দফাদার

 

মোঃ মোতালেব

01915646739

গ্রাম পুলিশ

মোঃ মমিনউল্যা

01824975778

গ্রাম পুলিশ

মোঃ আমানউল্যা

01839295734

গ্রাম পুলিশ

 

মোঃ আঃ হামিদ

01818582000

গ্রাম পুলিশ

 

মোঃ সৈয়দ আহাম্মদ

 

গ্রাম পুলিশ

বীরেন্দ্রবাবু

 

গ্রাম পুলিশ

আনোয়ার হোসেন

01982976835

গ্রাম পুলিশ

চম্পা বেগম

01849764446

গ্রাম পুলিশ

স্বপ্না বেগম

01726811526

গ্রাম পুলিশ

 

আর্থ-সামাজিকভাবে পিছিয়ে আছে এমন কিশোর-কিশোরীরাই সেই ক্লাবের সদস্য হবে, যে ক্লাবটির নাম স্বর্ণ-কিশোরী ক্লাব। স্বর্ণকিশোরী ক্লাবের কার্যক্রমের সন্ধান পাওয়া গেলো মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে। রোববার দুপুরে চরকালিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই ক্লাবের সদস্যরা করেছে আলোচনা সভা ও বনভোজন। অনুষ্ঠানে যোগ দিয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় ক'জন গণ্যমান্য ব্যক্তি।


আলোচনা পর্বে প্রধান আলোচক ছিলেন স্বর্ণকিশোরী ক্লাবের লিডার ৯ম শ্রেণীর ছাত্রী তাসফিয়া তাবাস্সুম। তার বক্তব্য থেকে জানা গেলো, জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, নারী-পুরুষ বৈষম্যহীন ও পারস্পরিক সুরক্ষামূলক সমাজ গঠনে অনুকূল পরিবেশ সৃষ্টি, কিশোর-কিশোরীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, বাল্যবিবাহ, যৌন হয়রানি রোধকল্পে সচেতনতা সৃষ্টি, যৌতুক বিরোধী সচেতনতা তৈরি, ঝরে পড়ার হার কমানো ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেবা প্রদান করা।


৩০ শিক্ষার্থী নিয়ে গঠিত চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের স্বর্ণকিশোরী ক্লাবের আলোচনা পর্বে আরো